ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঝড়ে উপড়ে পড়া ১৫৫ গাছ অপসারণ করেছে ফায়ার সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, মে ২৭, ২০২৪
ঝড়ে উপড়ে পড়া ১৫৫ গাছ অপসারণ করেছে ফায়ার সার্ভিস

ঢাকা: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ঘূর্ণিঝড়টি শুরু হওয়ার পর থেকে নিহত দুজনের মরদেহ ও ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে সরকারি সংস্থাটি।

এ পর্যন্ত তারা উপড়ে বা ভেঙে পড়া ১৫৫টি গাছ অপসারণ করেছেন। বিভিন্ন ফায়ার স্টেশনে আশ্রয় দেওয়া হয়েছে ১৬৩ জনকে।

সোমবার (২৭ মে) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য জানান।

ঘূর্ণিঝড় শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকাজের বিবরণ:

আহত-নিহত উদ্ধার
চট্টগ্রামের চন্দননগরে দেয়াল ধসে নিহত সাইফুল ইসলাম হৃদয়ের (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। বরিশাল বিভাগের বাউফলে গাছচাপায় নিহত মো. আব্দুল করিম খানের (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত ২ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকার কেরানীগঞ্জে ঝড়-বৃষ্টির কারণে উল্টে যাওয়া গাড়িতে চাপা পড়া দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের একজন পুরুষ (৫৫) অপরজন নারী (৩৩)। আহতদের নাম জানা যায়নি।

ঝড়ে রাস্তায় উপড়ে বা ভেঙে পড়া গাছ অপসারণ
চট্টগ্রাম বিভাগে ১৯টি গাছ রাস্তা থেকে এবং ২টি গাছ বাসাবাড়ি থেকে অপসারণ করা হয়েছে। বরিশাল বিভাগে ৫৫টি গাছ রাস্তা থেকে এবং ১০টি গাছ বাসাবাড়ি থেকে অপসারণ করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। খুলনা বিভাগে ৪১টি গাছ সড়ক থেকে অপসারণ করা হয়েছে।

এছাড়া ঢাকার বিভিন্ন স্থানে রাস্তা থেকে ১৮টি গাছ অপসারণ করা হয়েছে। রাজশাহী বিভাগে ১০টি গাছ অপসারণ করা হয়েছে।

বিকেল ৫টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিস ঝড়ে উপড়ে পড়া ১৫৫টি গাছ অপসারণ করেছে।

আশ্রয় প্রদান
বরিশালের গলাচিপা ফায়ার স্টেশনে মোট ১২০ জনকে আশ্রয় দেওয়া হয়েছে, এখনও সেখানে ৬৩ জন অবস্থান করছেন। এছাড়া একই বিভাগের বরগুনার পাথরঘাটা ফায়ার স্টেশনে ১৭ জন, ভোলা ফায়ার স্টেশনে ২০ জন এবং ইন্দুরকানি ফায়ার স্টেশনে ৬ জনসহ বিভিন্ন ফায়ার স্টেশনে ১৬৩ জনকে আশ্রয় দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।