ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় রিমাল

বাগেরহাটে পানিবন্দি ৫ লাখ মানুষ, ৪৫ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, মে ২৭, ২০২৪
বাগেরহাটে পানিবন্দি ৫ লাখ মানুষ, ৪৫ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত

বাগেরহাট: বাগেরহাটে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে অন্তত ১০ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত ৩৫ হাজার ঘরবাড়ি।

ঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে জেলার অন্তত পাঁচ লাখ মানুষ পানিবন্দি রয়েছে।  

সোমবার (২৭ মে) বিকেল জেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রোববার সকাল থেকে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেরিবাঁধ ভেঙে জেলা শহরের বেশিরভাগ সড়ক ও মোরেলগঞ্জ পৌর শহর পানিতে নিমজ্জিত রয়েছে। ফলে লোকালয়ে পানি প্রবেশ করায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। অনেকের আবার রান্না ঘরেও পানি প্রবেশ করায় খাওয়া-দাওয়া বন্ধ রয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন জানান, জেলায় পাঁচ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। আশ্রয়কেন্দ্রে থাকা দুর্গত মানুষকে খাবারসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।