ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় রিমাল: পটুয়াখালীর তিন উপজেলায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, মে ২৭, ২০২৪
ঘূর্ণিঝড় রিমাল: পটুয়াখালীর তিন উপজেলায় নিহত ৩

পটুয়াখালী: জেলার কালাপাড়া, দুমকি ও বাউফল উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে তিনজন নিহত হয়েছেন।

রিমালের প্রভাব শুরুর হওয়ার পর গত ২৪ ঘণ্টার মধ্যে এ তিন মৃত্যু ঘটেছে।

জানা গেছে, কালাপাড়ায় জলোচ্ছ্বাসের পানিতে ডুবে মো. শরীফ (২৭) নামে একজন নিহত হন। তিনি নিজের বোন ও ফুফু বাঁচাতে গিয়ে পানিতে ডুবে যান।   রোববার (২৬ মে) দুপুরে ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফ অনন্তপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে।

সোমবার (২৭ মে) দুপুরে বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানন্দী গ্রামে ঘর ভেঙে পড়ে করিম আলী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

অন্যজন দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানী এলাকার আজিজ হাওলাদারের ছেলে জয়নাল হাওলাদার। তার ঘরের ওপর গাছ পড়েছিল। সেটির চাপায় নিহত হন জয়নাল।

সন্ধ্যায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা দুর্যোগ ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন দেবনাথ। স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন, নিহতদের দাফনের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।