ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত বন প্রহরীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, জুন ২০, ২০২৪
কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত বন প্রহরীর মৃত্যু

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় চলন্ত অটোরিকশার চাকা উল্টে আহত সুইমংচিং মারমা (৫০) নামের এক বন প্রহরীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ জুন) রাতে চট্টগ্রামে উন্নত চিকিৎসা দিতে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বুধবার দুপুরে উপজেলার ওয়াগ্যা ইউনিয়নের বালুচর এলাকায় যাত্রীবাহী অটোরিকশার সামনের চাকা খুলে উল্টে যায়। এতে অটোরিকশার যাত্রী পার্বত্য চট্টগ্রাম উত্তর বিভাগের বন প্রহরী সুইমংচিং গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মৃত বন প্রহরী একই উপজেলার চিৎমরম ইউনিয়নের ফরেস্টঘোনার বাসিন্দা।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দেবাশীষ সানা বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, জুন ২০, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।