ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৭ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জুন ২০, ২০২৪
চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৭  প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর ও সাভার এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ।  

বৃহস্পতিবার (২০ জুন) ডিএমপির লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা এ তথ্য জানান।

 

তিনি বলেন, বুধবার রাতে কামরাঙ্গীরচর ও সাভার এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।  
গ্রেপ্তাররা হলেন-মো. আলবি, সাগর, রনজু ওরফে রমজান, আরিফ, মো. মারুফ, সাব্বির ও আলিফ।  

ইমরান হোসেন বলেন, বুধবার (১৯ জুন) রাতে কামরাঙ্গীরচর থানার আজিজিয়া মসজিদ গলির জুতার কারখানার সামনে থেকে একটি মোটর সাইকেল চুরি হয়। এ ঘটনার কামরাঙ্গীরচর থানার একটি চুরির মামলা রুজু হয়।  

মামলার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তার কামরাঙ্গীরচর ও সাভার এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ সাত জনকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তাররা পেশাদার চোরাই মোটরসাইকেল কেনা-বেচা চক্রের সক্রিয় সদস্য। তারা সংঘবদ্ধ হয়ে ঢাকার বিভিন্ন স্থান থেকে মোটর সাইকেল চুরি করে বিক্রি করতেন বলেও জানান তিনি।  

মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুন ২০, ২০২৪
পিএম/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।