ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বন্যার পানিতে ডুবে ২ শিশু নিহত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জুন ২০, ২০২৪
বন্যার পানিতে ডুবে ২ শিশু নিহত

মৌলভীবাজার: সদর উপজেলায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- পশ্চিম শ্যামেরকোনা গ্রামের পচন মিয়ার ছেলে ছাদি মিয়া (৮) ও একই গ্রামের জমির মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৭)।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আকতার উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে পানিতে খেলতে নেমে সাঁতার না জানার কারণে দুজনই ডুবে যায়। প্রতিবেশীরা তাদের ডুবতে দেখে পানি থেকে তুলে যার যার বাড়ি নিয়ে যায়। তিনি খবর পেয়ে দ্রুত শিশু দুটির বাড়ি গিয়ে তাদের মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠান। চিকিৎসক পরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন।

ধলাই নদীর বাঁধ ভেঙে শ্যামেরকোনা গ্রামসহ আশেপাশের গ্রামের রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে ডুবে গেছে। সেই বন্যার পানিতে শিশু দুটির মৃত্যু হয় বলে জানান ইউপি চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জুন ২০, ২০২৪
বিবিবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।