ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাচার বাসায় যাওয়ার পথে প্রাণ গেল রাসেলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জুন ২২, ২০২৪
চাচার বাসায় যাওয়ার পথে প্রাণ গেল রাসেলের

ফরিদপুর: ফরিদপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যাওয়ার পর অজ্ঞাত গাড়ির চাপায় মো. রাসেল (৪০) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

শনিবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর সদর উপজেলার শিবরামপুরের জিপি টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

রাসেল রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার বাসিন্দা। তিনি একটি কোম্পানিতে চাকরি করতেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার আহমেদ।

তিনি বাংলানিউজকে বলেন, রাসেল বালিয়াকান্দীর নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে চাচার বাসার দিকে যাচ্ছিলেন। পথে শিবরামপুর জিপি টাওয়ার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি নিয়ে পড়ে যান মহাসড়কে। এসময় অজ্ঞাত একটি গাড়ি তার মাথায় চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয়।  

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জুন ২২, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ