ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

বাসে তুলে গরুর বেপারিদের টাকা লুট, গ্রেপ্তার ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩০, জুন ২২, ২০২৪
বাসে তুলে গরুর বেপারিদের টাকা লুট, গ্রেপ্তার ১০

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় যাত্রীবাহী বাসে উঠিয়ে গরুর বেপারিদের টাকা লুটের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২২ জুন) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারদের নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি।

ডিবি জানায়, বিমানবন্দর এলাকায় বাসে উঠিয়ে গরুর বেপারিদের কাছ থেকে সর্বস্ব লুটের ঘটনায় ডাকাত দলের সক্রিয় ১০ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার বেলা ১১ টায় ডিবি কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জুন ২২, ২০২৪
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।