ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢামেকে কেন্দ্রীয় কারাগারের ২ বন্দির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
ঢামেকে কেন্দ্রীয় কারাগারের ২ বন্দির মৃত্যু

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলম হাওলাদার (৬০) নামে এক কয়েদি ও হান্নান মিয়া (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।  

চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৩ জুন) সকাল ৭টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগে শাহ আলম ও শনিবার (২২ জুন) রাতে হান্নান মিয়ার মৃত্যু হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভা. প্রা) সুভাষ কুমার ঘোষ তাদের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, তার শাহ আলমের বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়। ১৩৮ ধারায় সিআর মামলায় দণ্ডিত ছিলেন তিনি। চলতি মাসের ১০ তারিখে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। ভর্তি করা হয় ঢাকা মেডিকেলের ৭০১ নম্বর ওয়ার্ডে। সেখানেই আজ সকালে মারা যান তিনি।

অন্যদিকে কুমিল্লার কোতোয়ালি থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি ছিলেন হান্নান মিয়া। তার বাড়ি বেতাগী উপজেলার গাজীপুর গ্রামে। চিকিৎসার জন্য তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়। শনিবার তাকে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন শনিবার রাতে মারা যান তিনি।  

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথক সময় দুই বন্দির মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।