ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার যানজট

টাঙ্গাইল: অতিরিক্ত যানবাহনের চাপ, সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১৭ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (২৩ জুন) বিকেল থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থেকে কালিহাতীর পৌলী পর্যন্ত প্রায় ১৭ কি‌লো‌মিটার সড়‌কে এ যানজট সৃষ্টি হয়।

মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে ছোটখাটো দুর্ঘটনা ও একাধিক গাড়ি বিকলের ঘটনা ঘটেছে। গাড়িগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগায় যানজট সৃষ্টি হয়।

এদিকে অতিরিক্ত ভাড়া ও গণপরিবহন সংকটে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পিকআপ ও বাসের ছাদে করে গন্তব্যে ছুটে চলেছে মানুষ।

যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। বেশি ভোগান্তিতে রয়েছে নারী ও শিশুরা।

এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, চালকদের বেপোয়ারাগতিতে গাড়ি চালানোর কারণে ও প‌রিবহ‌নের চাপ থাকায় ধীরগ‌তিতে যানবাহন চলাচল কর‌ছে। মহাসড়কে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।