ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাংনীতে দরিদ্র মাছ ব্যবসায়ীর ২ গরু পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
গাংনীতে দরিদ্র মাছ ব্যবসায়ীর ২ গরু পুড়ে ছাই

মেহেরপুর: গাংনী উপজেলার এক দরিদ্র মাছ ব্যবসায়ীর বসতবাড়ি ও গোয়াল ঘরে থাকা দুটি গরু পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার সাহারবাটি ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামের সাইরপাড়ার মাছ ব্যবসায়ী হারান আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাহারবাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য শাহাবুদ্দীন।  

তিনি বলেন, হারান আলী পেশায় একজন মাছ ব্যবসায়ী। মাঝে মধ্যে তিনি দিনমজুর হিসেবেও কাজও করেন। তাদের বসতঘর লাগোয়া ছিল গোয়াল ঘর। রোববার সকাল ১১টার দিকে তার বোন রঙ্গিলা খাতুনের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভান। তবে ততক্ষণে রঙ্গিলার, হারান আলীর ও প্রতিবেশী বাছেনা খাতুনের ঘরবাড়ি পুড়ে যায়। তবে ঘটনার সময় তারা কেউ ঘরে ছিলেন না। আগুনে হারানের বসতঘর পুড়ে ছাই হওয়ার পাশাপাশি গোয়াল ঘরে থাকা দুটি গরু মারা গেছে।  

ইউপি সদস্য শাহাবুদ্দীন আরও জানান, বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছেন তিনটি পরিবারের সদস্যরা। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।