ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ছয় সমন্বয়ক চলে গেছেন; তাদের বাধা দেওয়া হয়নি: আইনমন্ত্রী 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪
ছয় সমন্বয়ক চলে গেছেন; তাদের বাধা দেওয়া হয়নি: আইনমন্ত্রী 

ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের দায়ে ডিবির হেফাজতে থাকা ছয় সমন্বয়ক চলে গেছেন, তাদের বাধা দেওয়া হয়নি।  

বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে নিজ কক্ষের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি৷ 

আইনমন্ত্রী বলেন, এটা সঠিক যে তারা (ছয় সমন্বয়ক) নিজেদের নিরাপত্তার জন্যই আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিলেন৷ সে ব্যাপারে জিডিও করা আছে৷ ফলে আজ যখন তারা বলছেন তাদের নিরাপত্তার আর প্রয়োজন নেই এবং তারা যখন চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তখন কোনো বাধা দেইনি৷ 

মন্ত্রী বলেন, ছয় সমন্বকের নিরাপত্তার জন্য তাদেরকে যে ডিবিতে নিয়ে যাওয়া হয়েছিল সে বিষয়টিকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট ডিভিশন একটি মামলা করা হয়েছিল৷ হাইকোর্ট ডিভিশনে এই মামলাটি চলাকালীন আমি গতকাল (বুধবার) শুনেছি একজন বিচারপতি অসুস্থ হিসেবে ছুটি নিয়েছেন৷ 

তিনি বলেন, আমি গতকাল পর্যন্ত জানতাম তিনি অসুস্থ হিসেবে একদিনের জন্য ছুটি নিয়েছেন৷ আমি গত রাতে জানতে পারি তিনি আজকেও ছুটিতে আছেন৷ 

হাইকোর্ট ডিভিশনে যে মামলাটি শুনানি হওয়ার কথা ছিল সেটা আজও শুনানি হবে না বলেও জানান মন্ত্রী।

  

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৪
জিসিজি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।