ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় সংঘর্ষ, আহত একজন হাসপাতালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
উত্তরায় সংঘর্ষ, আহত একজন হাসপাতালে

ঢাকা: রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে রয়েছেন। শুক্রবার (২ আগস্ট) বিকেলে সংঘর্ষে তিনি আহত হন।

আহত ব্যক্তির নাম দুলাল হাওলাদার। মুঠোফোনে তার সঙ্গে যোগাযোগ করে ঘটনা সম্পর্কে নিশ্চিত হয়েছেন বাংলানিউজের এই প্রতিবেদক।  

জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরার জমজম টাওয়ারের মোড় ও ১১ নম্বর সেক্টরে মাইলস্টোনের সামনে শিক্ষার্থীদের গণমিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের গণমিছিল কেন্দ্র করে পুরো উত্তরায় পুলিশের অতিরিক্ত নিরাপত্তা ছিল। মিছিলের একপর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। পুলিশকে সাউন্ড গ্রেনেড ছুড়তে দেখা যায়। ইট-পাটকেল ছোড়ার ঘটনাও ঘটে।

আহত এবং প্রত্যক্ষদর্শী দুলাল হাওলাদার বাংলানিউজকে জানান, তিনি মাথায় ইটের আঘাতে আহত হয়েছেন। উত্তরায় ক্রিসেন্ট হাসপাতালের জরুরি বিভাগে রয়েছেন। মাথায় সেলাই লাগছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৪
এসজেএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।