ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিশ্ববিদ্যালয়ের হল খুলতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
বিশ্ববিদ্যালয়ের হল খুলতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকা: দেশের সব ক্যাম্পাস ও হল খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববারের (০৪ আগস্ট) মধ্যে হল খোলা না হলে শিক্ষার্থীরা নিজ দায়িত্বে হল খুলে প্রবেশ করবে বলেও জানিয়েছে তারা।

শনিবার (০৩ আগস্ট) আন্দোলনের অন্যতম সমম্বয়ক নাহিদ ইসলাম এ কথা জানান।

এ সময় তিনি রোববার অসহযোগ আন্দোলনের পাশাপাশি দেশের সব জেলা, উপজেলা, পাড়ায় ও মহল্লায় বিক্ষোভ মিছিল ও গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

এর আগে, গত ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন। এছাড়াও সহিংসতার কারণে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাস বন্ধ করা হয়।

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।