ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রগতি সরণিতে আন্দোলনকারীদের অবস্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
প্রগতি সরণিতে আন্দোলনকারীদের অবস্থান

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচির সমর্থনে রাজধানীর যমুনা ফিউচার পার্ক সংলগ্ন প্রগতি সরণি সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে নর্থসাউথ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ (আইইউবি) বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন।

সরেজমিনে দেখা গেছে, কয়েকশ শিক্ষার্থী কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডাগামী সড়ক বন্ধ করে সড়কে অবস্থান নেন।

এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’- সহ সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
টিএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।