ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনা জেলা পরিষদে ভাঙচুর, অগ্নিসংযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
খুলনা জেলা পরিষদে ভাঙচুর, অগ্নিসংযোগ

খুলনা: খুলনা জেলা পরিষদে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটেছে। রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা পরিষদে রাখা পাঁচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

তবে আগুন নেভাতে ফায়ার সার্ভিস কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে দেখা যায়নি।

একটি টেলিভিশনের সাংবাদিক বাংলানিউজকে বলেন, নিউজ কাভারের জন্য সকাল থেকে বাইরে রয়েছি। মোটরসাইকেল কোথাও নিরাপদের রাখতে না পেরে জেলা পরিষদের চত্বরে রেখেছিলাম। কিন্তু দুর্বৃত্তরা সেখানে গিয়ে অগ্নিসংযোগ করে। এতে আমারসহ আরও চারটি মোটরসাইকেল পুড়ে যায়।

জেলা পরিষদের কয়েকজন কর্মকর্তা বলেন, জেলা পরিষদের দরজা-জানালা ভাঙচুর চালানো হয়। গ্যারেজে রাখা পরিষদের কর্মকর্তাদেরসহ পাঁচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।  

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৪
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।