ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

হাসিনার পতন, খুলনায় রাজপথে উল্লাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৪
হাসিনার পতন, খুলনায় রাজপথে উল্লাস

খুলনা: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীদের আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফায় পরিণত হয়। সে দাবি মোতাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।

জাতীয় নির্বাচনের মাত্র সাত মাসেই ছাত্র-জনতার নজিরবিহীন আন্দোলনে পতন হয়েছে সরকারের।  

শেখ হাসিনার পতনে খুলনার রাজপথে আনন্দ উল্লাস করছেন আন্দোলনকারীরাসহ সাধারণ জনতা। শহরের প্রতিটি অলিগলিতে আনন্দ মিছিল করছেন সাধারণ মানুষ। বিভিন্ন এলাকা থেকে জনস্রোত মহানগরীর শিববাড়ির দিকে এগোচ্ছে। ছাত্র-জনতা স্বতঃস্ফূর্ত স্লোগানে স্লোগানে উল্লাসে ফেটে পড়েন। মিষ্টি বিতরণ করছেন সবাই।  

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), সরকারি বিএল কলেজের হাজারও শিক্ষার্থী আনন্দ উল্লাস করছেন।  

সব মিলিয়ে যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে খুলনা।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৪
এমআরএম/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।