ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

হাকিমপুরে পৌর মেয়রের পুড়ে যাওয়া বাসায় মিলল দুই মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
হাকিমপুরে পৌর মেয়রের পুড়ে যাওয়া বাসায় মিলল দুই মরদেহ 

দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুরের পৌর মেয়র জামিল হোসেন চলন্তর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে ওই বাড়ি থেকে সূর্য (২০) ও নাঈম (২৩) নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

 

সোমবার (৫ আগস্ট) দিবাগত রাতে অগ্নিসংযোগ করা হয় ওই বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।  

এর আগে এদিন বিকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় বাড়িতে মেয়র ও তার পরিবারের কেউ ছিলেন না।

নিহত সূর্য জেলার হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার মজনুর রহমানের ছেলে। আর নাঈম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের বাসিন্দা।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে হাকিমপুর ফায়ার সার্ভিসের লিডার আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে হাকিমপুর ফায়ার সার্ভিসের স্টেশনের দায়িত্বে থাকা মাহমুদুল হাসান জানান, আগুনের খবর পেয়ে সোমবার সন্ধ্যার দিকে হাকিমপুর শহরের ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করা হয়। রাত সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে পুড়ে যাওয়া দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সাবেক পৌর মেয়র সাখাওয়াত হোসেন শিল্পীর উপস্থিতিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।