ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আনতে যাচ্ছে গাড়ি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আনতে যাচ্ছে গাড়ি

ঢাকা: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আনতে সচিবালয় থেকে তাদের বাড়িতে গাড়ি পাঠানো শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার পর প্রথম গাড়িটি সচিবালয় থেকে বের হয়।

সাড়ে ৬টা পর্যন্ত দুটি গাড়ি বের হতে দেখা যায়।

অন্তর্বর্তী সরকারে ১৭-১৮ জন উপদেষ্টা থাকতে পারেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা গাড়ির সঙ্গে যাচ্ছেন। গাড়িতে থাকা অবস্থায় তাদের নাম জানানো হবে। ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এ উপদেষ্টা পরিষদ গঠিত হচ্ছে।

এতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন, অধ্যাপক আসিফ নজরুল, হাসান আরিফ ও
তৌহিদ হোসেনের নাম জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
এমআইএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।