ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কলারোয়া সীমান্তে ভারতীয় নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
কলারোয়া সীমান্তে ভারতীয় নারী আটক

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মোছা. বিলকিচ আক্তার নামে এক ভারতীয় নারীকে আটক করেছে বিজিবি। বিলকিচ ভারতীয় নাগরিক হলেও তার বাবার বাড়ি বাংলাদেশে।

শনিবার (১২ অক্টোবর) উপজেলার কেড়াগাছি সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক বিলকিচ আক্তার ভারতের উত্তর প্রদেশের সুরুজের স্ত্রী এবং সাতক্ষীরা কলারোয়া গৌরবপুর এলাকার মেয়ে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির নায়েব সুবেদার মো. আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির একটি দল কেড়াগাছি সীমান্তে অভিযান চালিয়ে এক ভারতীয় নারীকে আটক করে।

তিনি আরx জানান, আটক নারী জিজ্ঞাসাবাদে জানিয়েছেন গত ০১ এপ্রিল তিনি ভারত থেকে বাংলাদেশে এসে বাবার বাড়িতে বসবাস করছিলেন। তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।