ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি’র পদত্যাগ 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি’র পদত্যাগ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাকসুদুর রহমানসহ প্রক্টর অফিসের সব শিক্ষক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন মাকসুদুর রহমান নিজেই।

তিনি জানান, প্রক্টরসহ মোট ১৪ জন শিক্ষকের সবাই আজ উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগ করা সহকারী প্রক্টররা হলেন—বিজ্ঞান অনুষদের লিটন কুমার সাহা, চারুকলা অনুষদের নাজির হোসেন খান, সীমা ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট মো. মাহবুবুল রহমান, ফার্মেসি অনুষদের আব্দুল মুহিত, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের এম এল পলাশ, ব্যবসায় শিক্ষা অনুষদের সউদ আহমেদ, কলা অনুষদের সঞ্চিতা গুহ, জীববিজ্ঞান অনুষদের হাসান ফারুক, সামাজিক বিজ্ঞান অনুষদের মোহাম্মদ বদরুল হাসান, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের মোহাম্মদ মাইনউদ্দিন মোল্লা, আর্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়ন্সেস অনুষদের মোস্তাফিজুর রহমান, কলা অনুষদের মোহাম্মদ ইমাউল হক সরকার।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।