ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিগন্যাল না মানায় চালককে ৩০ মিনিট দাঁড় করিয়ে রাখলেন শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
সিগন্যাল না মানায় চালককে ৩০ মিনিট দাঁড় করিয়ে রাখলেন শিক্ষার্থীরা

সিরাজগঞ্জ: সিগন্যাল না মানায় সিরাজগঞ্জে প্রাইভেটকার চালককে ৩০ মিনিট দাঁড় করিয়ে রাখলেন শিক্ষার্থীরা। এছাড়াও হেলমেট ছাড়া বাইক চালকদের পাঁচ মিনিট করে দাঁড় করিয়ে রাখলেন তারা।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে শহরের বাজার স্টেশন এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালনকালে এ শাস্তি দেন ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীরা।

সিরাজগঞ্জ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আঞ্জারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, বাজার স্টেশন কদম ফোয়ারা এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা। এসময় সিগন্যাল অমান্য করে একটি প্রাইভেট কার দ্রুতগতিতে চালাচ্ছিলেন চালক। পরে তাকে আটক করে ৩০ মিনিট দাঁড়িয়ে থাকার শাস্তি দেওয়া হয়।  

এছাড়া হেলমেট ছাড়া বাইক চালানোর কারণে বেশ কয়েকজন চালককে পাঁচ মিনিট করে দাঁড়িয়ে থাকার সাঁজা দেওয়া হয়।  

তিনি আরও জানান, এদিন সমন্বয়ক মুন্তাসির হাসান মেহেদি, ইষান যোবায়ের, সজীব হোসেন ও আঞ্জারুল ইসলামের নেতৃত্বে কয়েকশত শিক্ষার্থী সড়ক-মহাসড়কে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।