ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ভোক্তা অধিকারের সচেতনতামূলক প্রচারাভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ভোক্তা অধিকারের সচেতনতামূলক প্রচারাভিযান

বরিশাল: বরিশালে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার তদারকি করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।  

সোমবার (১২ আগস্ট) দুপুর ১২টায় বরিশাল নগরের চকবাজার এলাকার পেঁয়াজ পট্টি আড়তে যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও শিক্ষার্থীরা।

এ সময় কেউ যাতে বেশি দামে পণ্য বিক্রি করতে না পারে সে লক্ষ্যে সচেতনতামূলক প্রচার চালান তারা।

পাশাপাশি বাজারে ব্যবসায়ীদের মূল্য তালিকা টানানো, ক্রয়কৃত পণ্যের ভাউচার রাখার বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

পরে কেউ যদি অধিক লাভের আশায় বাজারে পণ্যের দাম বৃদ্ধি করে তবে তার বিরুদ্ধ ব্যবস্থা নেওয়ার কথা জানান ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে উপ-পরিচালক অপূর্ব অধিকারী।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।