ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আনসারদের দাবি নিয়ে ৭ সদস্যের সুপারিশ কমিটি গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
আনসারদের দাবি নিয়ে ৭ সদস্যের সুপারিশ কমিটি গঠন

ঢাকা: চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে সকাল থেকে সচিবালয় অবরুদ্ধ করে রেখেছেন সাধারণ আনসার সদস্যরা।

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আনসার সদস্যদের বৈঠক শেষে রেস্ট প্রথা বাতিলের পর সাত সদস্য বিশিষ্ট একটি সুপারিশ কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কমিটি আগামী সাত দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার-২ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব কে এম আল আমীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অধীন সাধারণ আনসার (পুরুষ/মহিলা), অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডার (এপিসি) ও প্লাটুন কমান্ডাররা (পিসি) কর্তৃক উত্থাপিত দাবি-দাওয়ার বিষয়ে পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নির্দেশক্রমে নিম্নরূপ কমিটি গঠন করা হলো।

কমিটিতে যারা রয়েছে: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তরের পরিচালক (প্রশাসন) জাহানারা আক্তারকে সদস্য সচিব করা হয়েছে।

এ কমিটিতে সদস্য হিসেবে আরও রয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তরের উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল তসলিম এহসান, ২৭ আনসার ব্যাটালিয়ন, সুয়ালক, বান্দরবানের পরিচালক রাসেল আহমেদ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (রেকর্ড) মো. আবুল কালাম আজাদ, ১৩ আনসার ব্যাটালিয়ন, মারিশ্যা, বাঘাইছড়ি, রাঙামাটির কোম্পানি কমান্ডার মো. হুমায়ুন কবির শরীফ এবং সাধারণ অঙ্গীভূত আনসার সদস্য কর্তৃক গঠিত আহ্বায়ক কমিটি হতে চার জন সদস্য হিসেবে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।