ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

‘বসুন্ধরা গ্রুপ যেটা দিল, সেটা দিয়া কাজ করি খাবার পামো’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৪
‘বসুন্ধরা গ্রুপ যেটা দিল, সেটা দিয়া কাজ করি খাবার পামো’ মনোয়ারা বেগম

‘বিয়া করলুং সুকত থাকার জন্যে, কিন্তু কপালত সুক জুটিল না। স্বামী আর একটাই জায়া সংসার পাতিল।

এলা মুই তোর ছাওয়াক নিয়া মার সাথত থাকং। ’ 

কথাগুলো বলছিলেন হাতিয়া ইউনিয়নের অন্তপুর গ্রামের কারিপাড়া এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম।

সম্প্রতি কুড়িগ্রামের ফুলবাড়ী, চিলমারী ও উলিপুর উপজেলায় তিন মাসের প্রশিক্ষণ শেষে ৬০ জন অসচ্ছল নারীর হাতে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সেলাই মেশিন তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।

তাদের সঙ্গে মনোয়ারা বেগমও পেলেন সেলাই মেশিন উপহার।

তার বয়স খুব বেশি হলে ৩২ বছর। এর মধ্যে আট বছর স্বামীর ঘরে সংসার করে হয়েছে বিবাহবিচ্ছেদ। মনোয়ারার ঘরে এখন এক ছেলে। তিনি থাকেন তাঁর মায়ের সঙ্গে।

বৃদ্ধা মায়ের একমাত্র সম্বল মনোয়ারা। আর মনোয়ারা চান তাঁর চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলতে। মনোয়ারা বেগম বলেন, ‘তিন মাস আপার কাছকাছি টেনিং নিছি। এলা ছেলোয়ার, কামিজ, বাচ্চাদের প্যান্ট, টেপ এগলা ভালমত বানবার পাই। মেশিন ধরি বসমো কাজকাম করমো। কয়টা টেকা কামাই করমো। গ্রামত মানুষ টেইলাসত না যায়, এটে সবাই বাড়িত এ কাপড় বানায় কাজ আসবে, ইনশাআল্লাহ। ’

মনোয়ারা আরো বলেন, ‘ছাওয়াটা ক্লাস ফোরত পড়ে উয়ার তো দাদি আর মাও ছাড়া কাউয়ো নাই। এলাতো সেলাই মেশিন পাইলং বসুন্ধরা শুভসংঘ থাকি। ছাওয়াটাক ভাল করি মানুষ করিম আর হামার হাতখরচও হইবে। ’ 

বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘টেকা দিলে সে টেকা বেশিদিন থাকে না। কিন্তু বসুন্ধরা গ্রুপ যেটা দেইল, সেটা দিয়া হামরা কাজ করি খাবার পামো। আল্লাহ ওমার ভাল করুক। ’

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।