ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
নোয়াখালীতে অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান আটক

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  

রোববার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে আন্ডারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

   

স্থানীয়রা জানান, রোববার দুপুরে আন্ডারচর ইউপির চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনকে তার নিজ বাড়িতে স্থানীয় ছাত্র-জনতা অবরুদ্ধ করে তল্লাশি চালায়। ওই সময় তার বাড়ি দুটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল ও প্রায় ২০-২৫টি দেশীয় অস্ত্র দা, রামদা, কুড়াল, চাপাতি উদ্ধার করে। পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অস্ত্রগুলো জব্দসহ জসিম উদ্দিনকে আটক করে।  

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।