ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা, বাইক আরোহী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৪
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা, বাইক আরোহী নিহত  প্রতীকী ছবি

ঝালকাঠি: ঝালকাঠিতে দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক খুঁটি বোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে সুমন দেবনাথ  (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা এক যুবক।

সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার ষাইটপাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন ঝালকাঠি শহরের ভিআইপি রোডের জিতেন্দ্রনাথ দেবনাথের ছেলে। তিনি টিভিএস শো রুমের ম্যানেজার পদে কর্মরত ছিলেন।  

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে সুমন মোটরসাইকেলে করে ঝালকাঠি থেকে বরিশাল যাচ্ছিলেন। পথে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ষাইটপাকিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক খুঁটি বোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এসময় আহত অবস্থায় অপর একজনকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।