ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রদল নেতাসহ আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৪
নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রদল নেতাসহ আহত ৫ হামলায় জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রিপন সরদার

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে মাঝের ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ছাত্রদল নেতাসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।  

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জেলা ছাত্রদলের সদস্য রিপন সরদার (২৭), ওই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রাজু সরদার (২৮), যুবদল কর্মী মিলন সরদার (৩২) ও তার পিতা আইয়ুব আলী সরদার (৫৫) ও প্রতিপক্ষের সেকেন্দার শেখের ছেলে নয়ন শেখ।  

হামলায় আহত ছাত্রদল নেতা রাজু সরদার বলেন, মঙ্গলবার সকালে আমার  ভোগ দখলীয় জমিতে শ্রমিক নিয়ে চাষ করতে গেলে স্থানীয় আওয়ামী লীগের লোকজনের সহযোগিতায় জাহিদের নেতৃত্বে সেকেন্দোর ও মিরাজসহ ২৫-৩০ জনের একটি দল দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। এ সময় জেলা ছাত্রদলের সদস্য রিপনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা। এ হামলায় আমিসহ চারজন আহত হই।

অভিযুক্ত নয়ন শেখ বলেন, ওই জমিটি উপজেলা যুবলীগের নেতা একরাম শিকদারের ভোগ দখলীয়। রাজু সরদার ওইদিন দখল করতে গেলে সংঘর্ষ হয়। এতে আমাদেরও চারজন আহত হয়েছে। উল্লেখ্য, একরাম শিকদার ছাত্রদল নেতা শামসুল হক ছোট্ট হত্যা মামলার আসামি।

স্থানীয়রা জানান, ওই গ্রামে থাকা প্রায় ৮০ একর সরকারি জমি খাস জমি এর আগে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দখলে ছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে তা স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা দখলে নেন।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, জমি নিয়ে বিরোধের জেরে মারামারির খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।