ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহেশখালীতে মদ তৈরির কারখানা ধ্বংস করল নৌবাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৪
মহেশখালীতে মদ তৈরির কারখানা ধ্বংস করল নৌবাহিনী

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে দেশীয় মদ তৈরির কারখানা ধ্বংস করেছে বাংলাদেশ নৌবাহিনী।

রোববার (৮ সেপ্টেম্বর) ভোরে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুহুরিঘোনা নামকস্থানে পাহাড়ের পাদদেশে এ অভিযান চালানো হয়।

বাংলাদেশ নৌবাহিনী থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, ওই পাহাড়ের পাদদেশে মদ তৈরির কারখানা গড়ে তোলা হয়েছে, গোপন সংবাদ পেয়ে নৌবাহিনীর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় প্রায় ২শ লিটার বাংলামদ, দুই হাড়ি প্রক্রিয়াধীন মদ, ছয় ড্রাম মদ তৈরির কাঁচামাল ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয় এবং আস্তানাটি ধ্বংস করে দেওয়া হয়।  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে মহেশখালীসহ বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে নিয়মিত যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে আসছে নৌবাহিনী।  

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৪
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।