ঢাকা: বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলার ১৭ জনের স্পেশাল পাবলিক প্রসিকিউটরগণের নিয়োগ বাতিল করেছে সরকার।
গত ৫ সেপ্টেম্বর এই নিয়োগ বাতিল করে আদেশ জারি করে আইন মন্ত্রণালয়।
এতে বলা হয়, লালবাগ (ডিএমপি) থানার মামলা নং-৬৫, তারিখ: ২৮/০২/২০০৯ হতে উদ্ভূত বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলা বর্ণিত ১৭ জন স্পেশাল পাবলিক প্রসিকিউটরের নিয়োগ আদেশ বাতিল করা হলো।
তারা হলেন, স্পেশাল পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত অ্যাটর্নি-জেনারেলের সমান) মোশাররফ হোসেন কাজল, স্পেশাল পাবলিক প্রসিকিউটর (ডেপুটি অ্যাটর্নি-জেনারেলের সমান) শেখ বাহারুল ইসলাম, স্পেশাল পাবলিক প্রসিকিউটর (ডেপুটি অ্যাটর্নি-জেনারেলের সমান) গাজী জিল্লুর রহমান।
এছাড়াও রয়েছেন, সহকারী অ্যাটর্নি-জেনারেলর সমান পদমর্যাদার স্পেশাল পাবলিক প্রসিকিউটর আব্দুল জলিল আফ্রাদ কবির, এ কে এম তৌহিদুর রহমান, মো. মোকতার হোসেন, আমিনুর রহমান খান, জেবুন্নেছা আক্তার খাতুন (মুন্নী), মনজুর মো. শাহনেওয়াজ, লাইজু ইয়াসমিন, লাকী আক্তার ফ্লোরা, মো. মাসুদ রানা, মো. শাহজাহান, শাহানা বেগম, মো. ফিরোজ আহমেদ, মো. ওমর ফারুক, মো. হাবিবুর রহমান।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা,সেপ্টেম্বর ০৯,২০২৪
এমআইএইচ/এমএম