ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন মা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন মা

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন মেরিনা আক্তার (২৮) নামে এক নারী।  

তিনি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী।

 
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে অস্ত্রোপচারের মাধ্যমে ওই পাঁচ সন্তানের জন্ম হয়।

প্রসবব্যথা উঠলে দুপুর ১২টার দিকে মেরিনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা।  

এ সময় জরুরি বিভাগ থেকে তাকে হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। এরপর জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে একে একে তার পাঁচ সন্তানের জন্ম হয়। আর সবাই ছেলেসন্তান। তাদের সবার শারীরিক অবস্থা বর্তমানে ভালো।

পারিবারিক সূত্রে জানা যায়, মেরিনার স্বামী আব্দুল মজিদ বর্তমানে মালয়েশিয়া প্রবাসী। তাকে ফোনকলে এ খবর জানানো হয়েছে। এর আগেও মেরিনা দুই কন্যাসন্তান জন্ম দেন।  

নয়ন বাবু নামে মেরিনার এক স্বজন জানান, পাঁচ নবজাতকের মধ্যে দুটির ওজন এক কেজি ২০০ গ্রাম করে। অন্য দুটির এক কেজি ৩০০ গ্রাম এবং একটির ওজন এক কেজি।  

গর্ভে দুই সন্তান থাকলেই অনেক ক্ষেত্রে প্রসূতির সমস্যা হতে পারে। এক্ষেত্রে একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দিলেও তেমন কোনো সমস্যা হয়নি মেরিনার। পাঁচ সন্তানের জন্মে পরিবারের সদস্যরা বেশ খুশি।

মেরিনার পাঁচ সন্তান জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর রামেক হাসপাতালের অন্য ওয়ার্ড থেকেও রোগীর স্বজনরা নবজাতকদের দেখতে ভিড় করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, ওই মা ও তার পাঁচ নবজাতক এখনো সুস্থ। তবে তাদের পর্যবেক্ষণেই রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
এসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।