ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে অভিযানে আইসক্রিম কারখানা বন্ধ, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
সৈয়দপুরে অভিযানে আইসক্রিম কারখানা বন্ধ, জরিমানা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর শহরে বাঁশবাড়ী মহল্লায় আতিফা আইসক্রিম কারখানাতে অভিযান চালিয়ে মালিক মেরাজ আহমেদকে (৩৫) ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) শামসুল আলম।

 

এ সময় সহযোগিতা করেন সৈয়দপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এডি শামসুল আলম জানান, সৈয়দপুর শহরের বাঁশবাড়ীতে অবৈধভাবে ওই আইসক্রিম কারখানাটি গড়ে তোলা হয়। কারখানাটির বৈধ কোনো কাগজপত্রও নেই। সরেজমিনে গিয়ে দেখা যায়, অত্যন্ত নোংরা পরিবেশে ওই কারখানাতে আইসক্রিম তৈরি হচ্ছিল। এতে নকল দুধ, কাপড়ের রংসহ নিম্নমানের উপকরণ ব্যবহৃত হচ্ছিল। যা জনস্বাস্থের জন্য হুমকি স্বরূপ। কারখানাটি বন্ধ করে দিয়েছি। পাশাপাশি জরিমানাও আদায় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ