ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে লুটের অস্ত্র উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
আড়াইহাজারে লুটের অস্ত্র উদ্ধার ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

শনিবার (১৪ সেপ্টেম্বর) আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজারের শিবপুর এলাকার মো. সিফাতের (২২) বাড়ি থেকে আড়াইহাজার থানার লুট হওয়া অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনী।

এ সময় ১৪টি শটগান বুলেট, একটি শটগান ব্যারেল, একটি পুলিশ সানগ্লাস ও একটি পুলিশ রিফ্লেক্টর (লাইট) পাওয়া গেছে।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি আড়াইহাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।