ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
সিলেটে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

সিলেট: সিলেট নগরের পীরমহল্লায় জুহান আহমদ জেকি (২৪) নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়েছে সন্ত্রাসীরা।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পীরমহল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জুহান খান জেকি পীরমহল্লা এলাকার জহির খানের ছেলে ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আফতাব হোসে খানের ভাগ্নে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বিএনপির কর্মী সেলিম ও মিজানের নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসীরা পীরমহল্লায় আফতাব হোসেন খানের খোঁজে তার বাড়িতে যান। সেখান থেকে ফেরার পথে আফতাবের ভাগ্নে জুহান খান জেকিকে পীরমহল্লা বাজারে একটি দোকানের সামনে পেয়ে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।  

হাসপাতাল সূত্র জানায়, দুর্বৃত্তরা তার হাত-পা এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেছে। তার অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিক অস্ত্রোপচার করা হয়।

এ বিষয়ে এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিছুর রহমান বলেন, হামলার ঘটনাটি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখছি।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
এনইউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।