ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

ঢাকা: গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অস্ত্র উদ্ধারের অভিযানে এখন পর্যন্ত বিভিন্ন প্রকারের ১৫৫টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সদরদপ্তর জানায়, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অস্ত্র উদ্ধার অভিযানে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট অস্ত্র উদ্ধার ১৫৫টি। এ সময় ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- আটটি রিভলবার, ৪৬টি পিস্তল, ১১টি রাইফেল, ১৮টি শটগান, পাঁচটি পাইপগান, ১৯টি শুটারগান, ১৩টি এলজি, ২৪টি বন্দুক, ১টি একে-৪৭, একটি গ্যাসগান, একটি চাইনিজ রাইফেল, একটি এয়ারগান, তিনটি এসবিবিএ, তিনটি এসএমজি ও একটি টিয়ার গ্যাস লঞ্চার।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
এসজেএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।