ঢাকা: রাজধানীর ভাটারা এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তিন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মাসুদ রানা (৫৫), নুর ফাতেমা (৩৫) এবং ইসমাইল হোসেন (৬৫)।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ভাটারা সাইদনগর এলাকার খান ম্যানশনের বাসায় অভিযান চালানো হয়। মাসুদ রানা এবং নুর ফাতেমাকে গ্রেফতারের পর তাদের তথ্য অনুযায়ী কুড়িল চৌরাস্তা এলাকা থেকে ইসমাইল হোসেনকেও আটক করা হয়। মাসুদ রানা একাধিক মাদক মামলার আসামি। তিনি কক্সবাজারের নুর ফাতেমার মাধ্যমে ইয়াবা ঢাকায় নিয়ে আসতেন এবং ইসমাইলের মাধ্যমে তা বিভিন্ন এলাকায় বিতরণ করতেন। তাদের বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো: (দক্ষিণ) পরিদর্শক সিদ্দিকুর রহমান এবং উপপরিদর্শক মোহাম্মদ ইসমাইল হোসেনের নেতৃত্বে রাজধানী ভাটারা এলাকা থেকে শীর্ষ মাদক কারবারিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে। এতে ১৪৫০ পিস ইয়াবাসহ মাসুদ রানা (৫৫) এবং নুর ফাতেমা (৩৫)কে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যমতে, কুড়িল চৌরাস্তা এলাকা থেকে চক্রের অপর সদস্য ইসমাইল হোসেন (৬৫)কে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ০৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এজেডএস/এমএম