ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ক্রেতা সেজে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করলো মাদকদ্রব্য অধিদপ্তর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
ক্রেতা সেজে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করলো মাদকদ্রব্য অধিদপ্তর

ঢাকা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো: (দক্ষিণ) এর এক অভিযানে শীর্ষ মাদক কারবারি আরিফ হোসেন (২৮) এবং মোঃ শুক্কুর (৩৪) আটক হয়েছেন। তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে সবুজবাগের ৩১ অতীশ দীপংকর সড়কে ক্রেতা সেজে অবস্থান নেন উপপরিদর্শক শাওন তালুকদার ও তার টিম। এ সময় ইয়াবা ডেলিভারির জন্য আসা শুক্কুরকে প্রথমে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, আরিফ হোসেনের নির্দেশে ইয়াবা ডেলিভারি দিতে এসেছিলেন। পরে রামপুরা এলাকা থেকে আরিফকেও আটক করা হয়।

আরিফ এবং শুক্কুর আপন ভাই এবং ২০১৮ সাল থেকে ঢাকা শহরে ইয়াবার ব্যবসা করে আসছেন। আরিফের বিরুদ্ধে রামপুরা ও সবুজবাগ থানায় মোট ৬টি মাদক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৪ সালের জুলাই মাসে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ার পর জামিনে বেরিয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। শুক্কুরও পূর্বে একবার মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ০৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।