ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে ৯ মাসে গ্রাম আদালতে ৩৭৫ মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
নড়াইলে ৯ মাসে গ্রাম আদালতে ৩৭৫ মামলা

নড়াইল: নড়াইলে গ্রাম আদালতে চলতি বছরের আট মাসে মামলা হয়েছে ৩৭৫টি। একই সময়ে ক্ষতিপূরণ আদায় হয়েছে সাড়ে ২২ লাখ।

 

রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় অংশীজন নিয়ে কর্মশালায় এ তথ্য জানানো হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) শারমিন আক্তার জাহান। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে কর্মশালা পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী মো. জিনারুল ইসলাম।

কর্মশালায় বক্তব্য রাখেন সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন, সাংবাদিক শামীমুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী মো. রওশন আলী প্রমুখ।

কর্মশালায় গ্রাম আদালত সম্পর্কে ধারণা, গ্রাম আদালতে কোন কোন ধরনের বিরোধ নিষ্পত্তি করা হয়, গ্রাম আদালত কীভাবে গ্রামের সাধারণ গ্রামের সহায়তা করতে পারে এসব বিষয়ে ধারণা দেওয়া হয়। গ্রাম আদালত কীভাবে আরও কার্যকরী করা যায়, সে বিষয়ে গণমাধ্যমকর্মীরাও বিভিন্ন পরামর্শ দেন।

এ বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত নড়াইলের ৩৯টি ইউনিয়নে গ্রাম আদালতে ৩৭৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে দেওয়ানি ১২৫টি ও ফৌজদারি ২৫০টি। এসব মামলায় ২২ লাখ ২৩ হাজার ২০০ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।