ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

পূজায় মণ্ডপগুলোতে থাকবে ‘আইপি ক্যামেরা’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
পূজায় মণ্ডপগুলোতে থাকবে ‘আইপি ক্যামেরা’

ঢাকা: হিন্দু সম্প্রদায়ের পূজাকে ঘিরে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশেভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

গত বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


 
অপূর্ব জাহাঙ্গীর বলেন, হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে যে সিকিউরিটি উদ্বেগগুলো জানানো হয়েছিল সে অনুযায়ী সরকার বিশেষভাবে কাজ করছে।

তিনি বলেন, সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য, জরুরি সেবা দেওয়ার জন্য বিশেষ টিম কাজ করবে। পুলিশ-র‍্যাবের টহল ও গোয়েন্দা সংস্থার টিম কাজ করবে।

এছাড়া সারা দেশের পূজা মণ্ডপগুলোতে একাধিক আইপি ক্যামেরা থাকবে জানিয়ে প্রধান উপদেষ্টার এ উপ-প্রেস সচিব বলেন, মণ্ডপগুলোতে আইপি ক্যামেরার মাধ্যমে ইউএনও অফিস ও থানা থেকে মনিটরিং করা হবে।

বৌদ্ধ ধর্মের কঠির চিবর দান অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে করতে পারে তার জন্যও ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, যাদের সঙ্গে কথা হবে তাদের কনসার্ন শুনে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্রব্যমূল্য বাড়ার কারণে অনেকে আপসেট। সেদিকে সরকারের বিশেষ নজর রয়েছে।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল থেকে তালিকা নিয়েছে জানিয়ে তিনি বলেন, যারা আহত-নিহত হয়েছে তাদের তথ্য নেওয়া হয়েছে। দুদিনের মধ্যেই তারা কাজ শুরু করবে। হটলাইন নম্বর দুদিনের মধ্যে কাজ শুরু করবে। নম্বরটি হচ্ছে ১৬০০০। ২৪ ঘণ্টার জন্য এ হটলাইন নম্বর চালু থাকবে। যেকোনো ধরনের সহায়তা ও তথ্য সেবা পাওয়া যাবে।

প্রতিষ্ঠানটির একটি ওয়েবসাইট আছে জানিয়ে তিনি বলেন, জেএসএসএফবিডি ডট কম। এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে সব ধরনের তথ্য পাওয়া যাবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান কোথায় এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবহিত করা হয়েছে। আমরা এ বিষয়ে অবগত নই। অবগত হলে জানাবো।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৪
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।