ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

অগ্নিদুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্কতামূলক নির্দেশনা

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৮, অক্টোবর ১৯, ২০২৫
অগ্নিদুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্কতামূলক নির্দেশনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লোগো

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের পর অগ্নিদুর্ঘটনা রোধে শিক্ষা প্রতিষ্ঠানে সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার (১৮ অক্টোবর) অধিদপ্তর থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, দেশের বিভিন্ন জায়গায় অগ্নি দুর্ঘটনাসহ অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণকে জানানো যাচ্ছে যে, প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে প্রত্যেক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণ অফিস ত্যাগ করার সময় স্ব-স্ব কক্ষের বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান, কম্পিউটার বন্ধ করা ও এসি'র প্লাগ খুলে রাখার বিষয়টি নিশ্চিত করে সবাইকে সতর্কতামূলক ভূমিকা পালন করার জন্য অনুরোধ করা হলো।

এমআইএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।