ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে বাস-পিকআপভ্যান সংঘর্ষ, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
নাটোরে বাস-পিকআপভ্যান সংঘর্ষ, নিহত ২ প্রতীকী ছবি

নাটোর: নাটোরের বড়াইগ্রামে ন্যাশনাল ট্রাভেলসের একটি বাসের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।  

শুক্রবার (১৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

হতাহতদের মধ্যে নিহত দুজনের নাম শনাক্ত করা গেছে। তারা হলেন- ইবনে সিনা ফার্মাসিটিক্যালসের রিপ্রেজেনটেটিভ শফিকুল ইসলাম ও রাজশাহীর পুঠিয়া উপজেলার পরিতোষ কুমারের ছেলে উৎসব দত্ত।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে রাজশাহীতে আসছিল। পথে ঘটনাস্থলে বিপরীতমুখী মাছবাহী পিকআপভ্যানকে ওভারটেক করছিল বাসটি। এ সময় পিকআপভ্যানের সঙ্গে বাসের পেছন অংশে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই বাসের ওই দুই যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ওসি বলেন, ঘটনার পরপরই ওই পিকআপভ্যান ফেলে চালক-হেলপার পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।