ঢাকা, শনিবার, ৩ কার্তিক ১৪৩১, ১৯ অক্টোবর ২০২৪, ১৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সা‌মোয়া যাচ্ছেন পররাষ্ট্র উপ‌দেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সা‌মোয়া যাচ্ছেন পররাষ্ট্র উপ‌দেষ্টা পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন: ফাইল ফটো

ঢাকা: পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন কমনওয়েলথ শীর্ষ  সম্মেলনে যোগ দিতে দ্বীপ রাষ্ট্র সামোয়ার রাজধানী আপিয়ায় যাচ্ছেন।

শ‌নিবার (১৯ অ‌ক্টোবর) রা‌তে তিনি ঢাকা থেকে আপিয়ার উদ্দেশে রওনা দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের জনসং‌যোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন।

কামরুল ইসলাম জানান, কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সামোয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। শনিবার রাতে রওনা হচ্ছেন তিনি। আগামী ২৯ অক্টোবর তার দেশে ফিরে আসার কথা রয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা ব‌লেন, কমনওয়েলথ হেড অব গভর্নমেন্টস মিটিং হবে সামোয়াতে। সেখানে প্রধান উপদেষ্টা যাবেন না। মন্ত্রীপর্যায় ও হেড অব গভর্নমেন্টের মিটিংয়ের যে অংশ রয়েছে সেখানে আমি অংশগ্রহণ করব। কমনওয়েলথ নিয়ে কতগুলো সেট ইস্যু আছে, সেগুলোতে আমাদের অবস্থান একই।

আপিয়ায় কমনওয়েলথ সম্মেলন যোগ দেওয়ার ফাঁকে তৌ‌হিদ হো‌সেন বেশ ক‌য়েক‌টি দ্বিপক্ষীয় বৈঠ‌কে মি‌লিত হওয়ার কথা র‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
টি আর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।