ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাশকতা মামলা: জামালপুরে যুবলীগ সদস্য গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
নাশকতা মামলা: জামালপুরে যুবলীগ সদস্য গ্রেপ্তার

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে নাশকতা মামলায় পৌর যুবলীগের সদস্য ও ইউপি সদস্য জাহিদুল ইসলাম মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২৩) অক্টোবর রাতে বকশীগঞ্জ উপজেলার সাব-রেজিস্টার অফিসের সামনে থেকে মঞ্জুকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।  

মঞ্জু বকশীগঞ্জ পৌর যুবলীগের সদস্য ও মেরুরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।

পুলিশ জানায়, গত ০১ অক্টোবর আনিসুজ্জামান বাদী হয়ে বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুলসহ ১৩৯ নাম উল্লেখ করে নাশকতা মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ২০০-৩০০ জনকে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহম্মেদ জানান,  বুধবার রাতে গ্রেপ্তার মঞ্জুকে বৃহস্পতিবার তিনদিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।