ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বিলম্বে ঢাকা ছাড়ছে ট্রেন, প্রয়োজনে টিকিট ফেরত নিচ্ছে রেলওয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
বিলম্বে ঢাকা ছাড়ছে ট্রেন, প্রয়োজনে টিকিট ফেরত নিচ্ছে রেলওয়ে ফাইল ফটো

ঢাকা: ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) এলাকায় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) লাইনচ্যুতির ঘটনায় ট্রেন চলাচল বন্ধ ছিল। উদ্ধারকাজ শেষে প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল আবারও শুরু হয়।

তবে শিডিউল বিপর্যয়ে ঢাকা থেকে প্রতিটি ট্রেনকে দীর্ঘ বিলম্বে ছাড়তে হচ্ছে। যে-সব যাত্রী বিলম্বিত ট্রেনে যেতে চাচ্ছেন না তাদের টিকিট ফেরত নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারোয়ার।

তিনি বলেন, দুর্ঘটনায় পতিত হওয়া ট্রেন লাইনসহ সব লাইন এখন সচল রয়েছে। তবে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় অনেক ট্রেন ঢাকায় আসতে পারেনি এবং অনেক ট্রেন শিডিউল অনুযায়ী ঢাকা ছাড়তে পারেনি। ফলে চলাচলে বিলম্ব হচ্ছে।

স্টেশন ব্যবস্থাপক বলেন, বিলম্ব হলেও এখন পর্যন্ত কোনো ট্রেনের যাত্রা বাতিল হয়নি। যে-সব যাত্রী বিলম্বিত ট্রেনে যেতে চাচ্ছেন না তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে স্টেশন এলাকাতেই দুর্ঘটনায় পড়ে পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩)। রেললাইন ভেঙে যাওয়ার কারণে ট্রেনের ৬টি বগি লাইন থেকে পড়ে যায়। তবে ট্রেনের গতি কম ছিল বলে কেউ আহত হয়নি।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।