ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

এবার চাঁপাইনবাবগঞ্জ থেকেও সাড়া পেল না সবজি ট্রেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এবার চাঁপাইনবাবগঞ্জ থেকেও সাড়া পেল না সবজি ট্রেন রহনপুর রেলস্টেশন

চাঁপাইনবাবগঞ্জ: এবার চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনো পণ্য ছাড়াই ছেড়ে গিয়েছে সবজি পরিবহনের স্পেশাল ট্রেন।  শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে জেলার রহনপুর রেলস্টেশন থেকে যাত্রা শরু করে ট্রেনটি।

তবে এই ট্রেনে কোনো চাষি তাদের সবজি পরিবহন করেননি। ফলে প্রথম দিন ট্রেনটি ছেড়েছে কোনো ধরনের সবজি ছাড়াই।

এর আগে শুক্রবার (২৫ অক্টোবর) দেশের অন্যান্য জেলা থেকেও একই ঘটনা ঘটে।

কৃষকদের দাবি, ট্রেনে সবজি পরিবহনে ভাড়া কম হলেও স্টেশনে ওঠা-নামা এবং স্টেশন থেকে বাজারের সবজি নিতে সুযোগ-সুবিধা না থাকায় সড়কপথে যে খরচ পড়ে তার থেকে ট্রেনে খরচ বেশি পড়ে যায়।  

রহনপুর এলাকার বাসিন্দা মনোয়ার হোসেন বলেন, পিকআপভ্যান থেকে ট্রেনের ভাড়া কম। তবে ট্রেনে পরিবহন করতে এই ভাড়ার পাশাপাশি কুলি খরচ, ফসলের মাঠ থেকে স্টেশন এবং স্টেশন থেকে মোকামের আলাদা পরিবহনে খরচ পড়ে যাচ্ছে কেজিপ্রতি তিন টাকার বেশি। অথচ সড়কপথে ট্রাকে মাল পরিবহন করতে তাদের খরচ হয় কেজিপ্রতি দুই থেকে আড়াই টাকা।

অপর কৃষক পারভেজ আলী বলেন, ট্রেনের সময় সকালে হওয়ায় পণ্য বাজারজাত নিয়েও রয়েছে নানা শঙ্কা। মূলত পিকআপে করে আমাদের সবজি ঢাকায় যায়। আমরা সন্ধ্যায় যাত্রা শুরু করে ফজরের আজানের সময় ঢাকায় পৌঁছাতেই বিক্রি হয়ে যায়। কিন্তু এই ট্রেনের সময় সকালে, তাহলে আমরা বিক্রি করবো কখন।

স্টেশন সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে ট্রেনটির যাত্রা বিরতি না থাকায় এবং আমনুরা স্টেশনেও কোনো সবজি না পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে শূন্য হাতে ছেড়ে গেছে ট্রেনটি।  

রহনপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মামুন অর রশিদ বলেন, রাতে পণ্যবাহী স্পেশাল ট্রেনটি রহনপুর স্টেশনে এসেছিল। সকাল ৯টা ১৫ মিনিটে কোনো কৃষিপণ্য ছাড়াই ট্রেনটি ছেড়ে গেছে।  

তিনি বলেন, জেলার আমনুরা স্টেশন হয়ে ১৩টি স্টেশনে যাত্রাবিরতি করে বিকেল ৫টা ২০ মিনিটে তেজগাঁও স্টেশনে থামবে ট্রেনটি। এতে প্রতি কেজি কৃষিপণ্যে খরচ পড়বে ১ টাকা ৩০ পয়সা। কম খরচে কৃষকের শাকসবজি পরিবহনের জন্য জেলার রহনপুর রেলস্টেশন থেকে চালু হয়েছে সবজি স্পেশাল ট্রেন।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।