ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবচরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুইজন আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
শিবচরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুইজন আহত

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৯ টার দিকে পৌর এলাকার ১২ নম্বর ওয়ার্ডের চরশ্যামাইল গ্রামে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- ওই এলাকার আব্দুল হাকিম মোল্লার ছেলে মো. শাহজালাল মোল্লা (৩৫) ও হালেম সরদারের ছেলে ইসমাইল সরদার (৩৭)। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে ক্যারম খেলছিলেন শাহজালাল মোল্লা ও ইসমাইল সরদার। এমন সময় অটোরিকশায় করে পাঁচ/ছয়জনের এক দল এসে অতর্কিত হামলা চালায় তাদের ওপর। শাহজালালকে বুকের বাম পাশে ছুরি ঢুকিয়ে দেয়। এবং ইসমাইলকে পায়ে চাপাতি দিয়ে আঘাত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। দ্রুত তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয় তাদের।

এদিকে অভিযোগ করে আহত শাহজালালের ছোট ভাই আল আমিন মোল্লা বলেন, কিছুদিন আগে আমি বিএনপির একটি ব্যানার টাঙাই। এরপরই আমাদের এলাকার শাহীন মোল্লা হুমকি-ধামকি দেওয়া শুরু করে। শাহীন ছাত্রলীগ নেতা। এ ঘটনার জেরেই আমার ভাইয়ের ওপর তারা সন্ত্রাসী হামলা চালায়। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. তুহিন বলেন, রাতে আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। একজনের বুকের বাঁ পাশে ছুরির আঘাত। অন্যজনের পায়ে জখম। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব শত্রুতা থেকে এ ঘটনা ঘটেছে। রাতে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ০৮৪৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।