নড়াইল: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নড়াইলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলার বাঁশগ্রাম ও কালিয়া উপজেলার চাচুড়ী বাজারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাঁশগ্রাম ও চাচুড়ী বাজারের কাঁচাবাজার, ডিমের আড়ত ও মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মুদি দোকানে ও সবজি বিক্রেতার দোকানে দ্রব্যমূল্য চার্ট না থাকায় ও বিভিন্ন অনিয়ম করায় কৃষি বিপণন আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার ২০০৯ আইন অনুযায়ী চার দোকানিকে ৫ হাজার ২শ টাকা জরিমানা করা হয়।
এছাড়া একজন বাইক চালককে তার বাইকে লুকিং গ্লাস না থাকায় সড়ক নিরাপত্তা আইনে পাঁচশ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বাংলানিউজকে বলেন, আজ সবাইকে সতর্ক করা হয়েছে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ীদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। দ্রব্যমূল্যের দাম জনসাধারণের নাগালের ভেতর রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
আরএ