ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাইনবোর্ডে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
সাইনবোর্ডে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত ছবি: প্রতীকী

ঢাকা: নারায়ণগঞ্জের সাইনবোর্ডে সড়ক দুর্ঘটনায় নিহন তালুকদার (২০) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার বন্ধু কাব্য (১৯)।

নিহন এবার সিদ্ধেশ্বরী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন।  

শনিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাদের বন্ধু রাসেল ও শিবলু জানান, বিকেলে কাব্য ও নিহন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। মেঘনা ব্রিজে যাওয়ার কথা বলেছিল যাওয়ার আগে। এর কিছুক্ষণ পর ফোন কলের মাধ্যমে জানতে পারেন, সাইনবোর্ড প্রো অ্যাকটিভ হাসপাতালের সামনে দুর্ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে শুনেন একটি মাছের ট্রাক তাদের মোটরসাইকেলটিতে ধাক্কা দিয়েছে। এতে ছিটকে পড়ে চালক কাব্য সামান্য আহত হলেও গুরুতর আহত হন আরোহী নিহন। সঙ্গে সঙ্গে নিহনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মৃত বলে জানান। কাব্য স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত নিহনের মামা কে এম জনি জানান, তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। তার বাবা হিরন তালুকদার ব্যবসায়ী। দুই ভাইয়ের মধ্যে বড় নিহন। বর্তমানে যাত্রাবাড়ী বিবিরবাগিচা এলাকায় ভাড়া বাসায় থাকে পরিবারটি। ঘুরতে যাচ্ছি বলে বিকেলে বাসা থেকে বের হয়েছিলো নিহন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।