ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭

বরিশাল: বরিশালের গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে আটক করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে গৌরনদী মডেল থানা পুলিশের একটি টহল দল তাদের আটক করেন।

 

আটকরা হলেন- উপজেলার পূর্ব গরঙ্গল এলাকার মৃত সোনামদ্দিন খানের ছেলে কালাম খান (৪৫), আনোয়ার বেপারীর ছেলে আকাশ বেপারী (২৫), নাজিরপুর শংকরপাশা গ্রামের সামসুল হক ফকিরের ছেলে উজ্জ্বল ফকির (৩৫), কুতুবপুর গ্রামের মৃত ইউনুস খানের ছেলে ফয়সাল খান (২৭), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার সেমন্তঘর এলাকার জহর হকের ছেলে রুবেল মিয়া (২৬), উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের মৃত শরীফ আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও বরিশাল বিমানবন্দর থানার নথুল্লাবাদ এলাকার মৃত ছলেমান খার ছেলে টিপু খা ওরফে টুকু (৪০)।  

সোমবার (৪ নভেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে টহল পুলিশের একটি দল ডাকাতির সরঞ্জামাদিসহ তাদের আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আটকদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।