ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিঝুম দ্বীপে বজ্রপাতে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
নিঝুম দ্বীপে বজ্রপাতে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে সুমি আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্বাঞ্চল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সুমি একই ওয়ার্ডের মো. ইউসুফের মেয়ে।

স্থানীয় গ্রাম পুলিশ আলাউদ্দিন জানান, দুপুর ১২টা থেকে নিঝুম দ্বীপে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। তখন ঘরের পাশে থাকা শুকনো লাকড়ি রান্না ঘরে নিতে বের হয় সুমি। বজ্রপাত শুরু হওয়ায় সে একটি গাছের নিচে আশ্রয় নেয়। ওই সময় গাছটি বজ্রপাতের শিকার হয়। এতে গাছের বাকল ছিঁড়ে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই সুমির মৃত্যু হয়।  

নিঝুম দ্বীপ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. হাসান জানান, নিহতের পিতা পেশায় একজন দিনমজুর। বজ্রপাতে তার মেয়ের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

নিঝুম দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিন বলেন, বিষয়টি পুলিশকে কেউ অবগত করেনি।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।